জীবন্ত ফসিল/অনুরাধা চক্রবর্ত্তী।

ঘন দূর্বার মত ঘন সবুজ
শরতের শিউলির মত কোমল ,
বসন্তের পলাশ শিমুল কিংবা
কৃষ্ণচূড়ার মত রঙিন,
শিশুর স্পর্শের মতো পবিত্র,
এক বুক ভালবাসা এনেছিলাম
শুধু তোমাদের জন্য ;

পায়ে ফোঁটা বেলের কাটার চেয়েও যন্ত্রণাদায়ক
বাঘের গর্জনের চেয়েও ভয়ানক,
বিষাক্ত সাপের দাঁতের চেয়েও তীক্ষ্ণ,
শবাধারের চুলির  দরজা বন্ধ হয়ে যাবার
আগের স্পর্শের চেয়েও তীব্র লেলিহান হয়ে,
তোমরা ফিরিয়ে দিয়েছো সেই ভালোবাসাকে।

তাই আজ আগ্নেয়গিরির লাভাকে সাথে এনেছি,
এসো একসাথে জীবন্ত ফসিল হই।।