জীবনের মন্ত্র/অনুরাধা চক্রবর্ত্তী।

হাজার হাজার বছর আগে, আমরা ছিলাম বেশ,
প্রকৃতির কোলে মানব শিশু,ছিলোনা কোনো দ্বেষ।
প্রকৃতি মায়ের সবুজ কোলে, করেছি গৃহ নির্মাণ,
গাছের বাকলে দেহ সজ্জিত,ছিলোনা আত্মভিমান।

সবুজ প্রকৃতি সুধা ঢেলে দিতো,ফুলে ফলে রূপে রঙে,
দেব রূপে হতো পূজিত প্রকৃতি, সম্মানে নানা ঢঙে।
আকাশ, বাতাস, নদী,গাছপালা দেব রূপে পেতো পূজা,
আজ মানবের হাতে সেই প্রকৃতিই, পেয়ে চলে নানা সাজা।
গাছপালা কেটে পাহাড় উড়িয়ে, করছে প্রকৃতি হত্যা,
নদীর গতিও স্তব্ধ করেছে,যেন সেই প্রকৃতির কর্তা।

আর কতকাল এই অত্যাচার সইবে প্রকৃতি মাতা?
আজ ভুলেছি আমরা প্রকৃতিই,ছিল আমাদের বড় ছাতা।
প্রকৃতির শাপে ব্যাধিতে ভরা এই মানব কুল ,
আমরা করেছি শত শত পাপ লক্ষ কোটি ভুল।
চলো আজ সবে প্রকৃতির পায়ে, ক্ষমা চাই ধরি চরণ,
প্রকৃতিরে আজ ফের দেব-রূপে,করে নিতে হবে বরণ!
যদি ক্ষমা করো হে প্রকৃতি মাতা! বাঁচবে  মানব কুল,
মাপ করে দাও,যা করেছি মোরা শত সহস্র ভুল।

একটি গাছ একটি প্রাণ এই হোক আজ মন্ত্র ,
প্রকৃতির পায়ে মানব হবো  আর হবো নাকো যন্ত্র।।