জীবন তত্ত্ব
ছুটছে জীবন, হাসছে জীবন,
জীবন দেখছে আড়চোখে,
এক জীবনে সব পাবেনা,
রুগ্ন জীবন হাড়গোরে।
প্রতীক্ষা আর ভালোবাসা,
এসব অচল এই যুগে;
অনেক খেয়েই মরছে মানুষ,
মারণ রোগে ভুগে ভুগে।
তবুও তুমি বসে আছো,
মনের ঘরে প্রদীপ জ্বেলে,
কেউ ফেরেনা, বুঝতে শেখো,
না মানলে, তুমিও গেলে।