জীবন তোকে ভালোবাসি/অনুরাধা চক্রবর্ত্তী।

জীবন্ তোকে ,কেড়ে নেব এক নিমিষে,
ধাক্কা মেরে সরিয়ে দেবো মরণটারে,
তোরে সবাই ভালোবাসে বড্ড বেশি,
শিশির যেমন ঝলমলায় ধানের শীষে,
জীবন তোকে কেড়ে নেব এক নিমেষে।

জীবন তোকে কেউ কি ছাড়ে ইচ্ছে করে?
দুর্ঘটনা বাদ দিয়ে,আত্মহত্যা ব্যাখ্যা করলে,
তাকেও তো সব মার্ডর বলে,কেউ কি ছাড়ে ইচ্ছেকরে?
তবুও জীবন হঠাৎ করে তোকে ছেড়ে চলে যাওয়া,
শরৎ’কালে খুব ভোরে শিউলি যেমন ঝরে পড়ে,
তেমনি করেই, সব কিছুকে ফেলে রেখে, চলে যাওয়া।

জীবন তোকে আমরা সবাই জানিস
আঁকড়ে ধরে ভীষণ  ভীষণ ভালোবাসি।
কেউ চাইনা তোকে ছাড়তে আঁকড়ে রাখি,
তবুও জানি একদিন তো হঠাৎ করেই চলে যাওয়া,
জীবন্ তোকে আমরা সবাই, ভীষণ ভীষণ ভালবাসি।।