জীবন প্রহর/অনুরাধা চক্রবর্ত্তী।
মুহূর্ত গুলো বড্ড ছোটো, প্রহর বেশ বড়ো,
ভালো ভালো মুহূর্ত দিয়েই, মনের প্রহর গড়ো।
মিষ্টি মধুর মুহুর্ত এসে ডাক দেয় বার বার,
সারাদিনে প্রহর বলে কাজের কারবার।
দুঃখের মুহূর্ত বড়ো নিদারুণ, বড্ড দীর্ঘ লাগে,
সুখের প্রহর কম পড়ে যায়, সে মুহূর্তের আগে।
তবুও আসবে দুঃখের স্মৃতি, সে মুহূর্ত বার বার,
সুখ দুঃখ ঘুরে ঘুরেই, এই জীবন হবে কাবার।
সুখে হয়োনা উল্লসিত, আনন্দে হয়োনা অস্থির,
এরপর ঠিক দুঃখ আসবে, ধৈর্য ধরে থেকো স্থির।
এই খেলাটাই আসল খেলা, ভালো থাকার পথ,
এই খেলাটি রপ্ত কর নইলে হবে বধ ।।