গ্লীসটারের সাদা হাল্কা ফেনাগুলো আমার নীলবেসিন এ,...../
একটু একটু করে, ট্যাপের জল সেগুলো ধুয়ে দিচ্ছে; /
ঠিক এইসময়ে মনেপড়ল, তোমার বলা একটা কথা,' বাবা!'! /
আমি তখন বেশ ছোট, সবে ক্লাস সিক্স, আমার সেদিন খুব মন খারাপ.... /
ছোটদা আমার কবিতার খাতাটা.... তুমি বলেছিলে, "টুনুমা! /
জীবনটাই লড়াই, কেউ বোঝে, কেউ বোঝেনা, কেউ মানে, কেউ মানেনা।" /
সত্যিই সেদিন বুঝিনি তোমার কথার মানে,"কিন্তু আমার কবিতাগুলো??" /
তুমি বলেছিলে,"জীবনযুদ্ধে কেউ কাউকে এতটুকু জায়গা ছাড়েনা; /
নিজেকে অর্জন করতে হয় বুদ্ধি আর মেধা দিয়ে। /

আজ বুঝি তোমার কথার প্রকৃত অর্থ, কেউ জায়গা  ছাড়েনি_ /
আমি জিতেছি এতটুকু জায়গা, বুদ্ধি - মেধা আর কলম দিয়ে।
কোনো নেগেটিভ কথা এখানে চলেনা, আমার জায়গা এটা! /
পৃথিবী ছেড়ে চলেযাবার আগে আমি কুইট করবোনা। /
বাজিটা আমি জিতেই ছাড়বো, কারন এটা আমার লড়াই..... /
আমার মনখারাপের দিনে, তুমি আসো ব্রেনে, আর থাকে, গ্লিসটারের সাদা হাল্কা ফেনা ।।

(১৪সেপ্টেম্বর/২০২২/কলকাতা।)