তোর প্রেমে পাগল হলাম ইছামতি নদী,
ডুবতে রাজি তোর বুকেতে,
     ভালোবাসার ঘর পেতাম যদি।
কাল সারারাত বাইরে থেকে, দিলি আমায় ডাক,
ছলাৎ ছলাৎ শব্দ শুনে প্রাণ করে হাক- পাক ;
মেঘে ঢাকা আকাশ ছিলো, তুই ছিলি উদ্দাম,
কাল সারারাত দিয়েছিলাম, তোকে ভালবাসার দাম।

খুব ভোরে'তে ডাকলি আমায়, এলাম দরজা খুলে,
আমায় দেখে তুই যেন আবার উঠলি দুলে,
রাতের আঁধার কেটে গেছে হালকা রোদের আলো,
ইছামতি এই আলোতে তোকে মানাই ভালো।
স্পর্ধা আর গতি নিয়ে তুইতো চলিস বেগে,
একই বাংলা ভাঙলো যখন যাস নি'কি তুই রেগে?
রাতে আবার জ্বলবে আলো ওপার বাংলা ঘরে,
বাড়বে তোর ছল ছলানি টাকির ঘাটের পরে।
ঘাট লাগোয়া হোটেল ঘরে, ফোনে ভালোবাসা বয়,
ইছামতি সারা রাত একলা জেগে রয়।।