# হৃদয় বনাম শরীর #/অনুরাধা চক্রবর্ত্তী।
শরীর! সেতো সবাই পারে দিতে,
ভালোবাসা কজন পারে দিতে?
শরীর সেতো যন্ত্রের মত চলে _
হৃদয় শুধুই নিজের কথা বলে।
শরীর শুধু একটু আরাম চায়,
শরীর শুধু মৃদু স্পর্শ পায়,
হৃদয় কিন্তু সবটা দখল করে,
হৃদয় কাঁদলে, শরীর ও কেঁদে মরে।
শরীর বলে আরো চলবো চলো,
হৃদয় বলে একটু কথা বলো;
শরীর যখন ক্লান্ত হয়ে থামে,
হৃদয় তখনই ময়দানেতে নামে।
জীবন শেষে হিসাব করে দেখো,
কতো শরীর পেলে, মন পেয়েছো ক’টা?
হৃদয় বলবে, আমার কাছে শেখো,
হৃদয় পেলে একটা মাত্র মোটে,
শরীর হয়তো নব্বই একশটা।।