হোলি # / ( অনুরাধা চক্রবর্ত্তী।)
রং মাখছে কলকাতা আর রং মাখছে দিন,
আমিও চাই রং মাখতে, যদি বদলাতে পারো দিন।
লাল রঙে স্নান করেছি আগেও অনেকবার,
ফাঁসির দড়ি গলায় নিয়েছি আমরা যে বারবার।
ভীত ইংরেজ যখন পালালো দেখেছি অনেক ঢং,
খুশি ভুলে গিয়ে হিন্দু-মুসলিম বেছেছি লালের রং।
বারবার শুধু খেলেছি আমরা রক্তের রঙে হোলি,
সেই সাক্ষীই হয়ে আজও আছে কত রাস্তা -গলি।
কতবার গেছি খেলতে হলি, কতবার আসে দিন,
ভয়ে সরে আসি ভুলবো কেমনে, সেই রক্তের ঋণ।
রক্তের হোলি খেলতে চাইনা, একটু শান্তি চাই,
এতো দলাদলি, এতো লাল রঙে, কোথায় শান্তি পাই?
যদি কথা দাও, ঝরবেনা আর কোনো অকারণ প্রাণ,
দেখবনা কেউ শুধু লাল রং, করবোনা লালে স্নান;
তাহলে আমিও আসতে পারি হাতে নিয়ে রং বাটি,
মেখো তুমি রং, আমার সাথেও,হবে সেই হোলি খাঁটি।