থোকায় থোকায় হিজল দলে, নদীর ঘাটের পরে _
কে পরাবে এমন হিজল উমা মায়ের গলে?
পূজোর বাঁশি বাজবে যখন, সাদা মেঘের মাঝে _
সবাই তখন উঠবে মেতে, আনন্দে আর সাজে ।
সবাই পাবে মায়ের ছোঁয়া, যাবো মায়ের কোলে _
নদীর ঘাটের পরে তখন _একলা হিজল দলে।।


(১৭/৯/২০১৩/সল্টলেক।)