হে সত্য/ (অনুরাধা চক্রবর্ত্তী)
পৃথিবীতে ষড়যন্ত্র থাক চিরদিন,
পিছে বলা মিছে সেও বেঁচে থাক।
স্বার্থ, হিংসা বেইমানি সেও রয়ে যাক
মরা নদীর ধারার মতো।
শ্রান্ত -ক্লান্ত শ্রমিকের বুকে বেঁচে থাক ভালোবাসা,
অন্ধ পুরুষের বুকে বেঁচে থাক বিশ্বাস
সঙ্গিনীর ঘরে ফেরার; তারই এক কোণে বেঁচে
থাকো তুমি হে সত্য!