কেউ ভালোলাগে দাড়িতে:
কেউবা ভালোলাগে সাড়িতে;
কেউ ভালোবাসে কথা বলতে _
কেউবা চায় পথ চলতে।
বিরামহীন এই চলার পথে
কেউবা থাকে সাথে :
তুমি অমি সবাই সুখী _
যদি মন চায় তবে হবে দুঃখী ।
তোমার পথের বৃষ্টিতে _
আমার চোখের দৃষ্টিতে ;
সবাই ভালো, সবই ভালো
কাজের শেষে ঘরেই চলো।।
(কাঁথি/14th August,11.40pm)