ফিরতে চাই/ অনুরাধা চক্রবর্ত্তী।
সন্ধ্যায় ছাদে এসে অনুভব করলাম এক পশলা বৃষ্টি হয়ে গেছে;ওপরে ওঠার ঘোরানো সিঁড়ি ভেজা।
টবের ফুল গাছ গুলোর ভিজে পাতা প্রমাণ দিচ্ছে তোমার।ভিজে বাতাস’ও যেন বারবার বলে যাচ্ছে বৃষ্টি হয়েছিল। মাথার উপর উন্মুক্ত আকাশে তেমন তারা নেই।
তারা বিহীন হয়তো নয় , আধিক্য নেই তেমন তারাদের, হয়তো আবার বৃষ্টির পূর্বাভাষ দিচ্ছে;
কিংবা হয়তো এটি অন্য কোন পূর্বাভাস, কে জানে।
দূষণের কালো প্রভাব ও অসহ্য গরম সহ্য করে করে,বৃষ্টি সজীবতা হারিয়ে ফেলেছে আগের;মুগ্ধতা কেও।
আগের মত বৃষ্টি এলে মন ভেজে না এখন,
কিংবা হয়তো দূষণের শিকার হয়েছে আমাদের মন।
ছাদের সিঁড়িতে, উন্মুক্ত আকাশের নিচে বসে, শীতল হাওয়াতে ভিজেও, আমি যেন আগের মত উৎফুল্ল হইনা : কোন স্বপ্ন ,কোন আশা তেমন করে ফিরে আসে না আর , জানিনা এর কারণ।
তাই আজকাল আমাদের কৈশোর ও তারুণ্য বড় বেশি নাড়া দিয়ে যায়। রোমন্থনে মেতে সুখ পাই ; জাবর কাটতে ভালো লাগে, কিংবা হয়তো পালাতে চাই: পালাতে চাই অবসন্ন ধোয়া-মাখা অস্থির বর্তমান থেকে ; দূষণ থেকেও।
প্রাক শারদীয়ার এই মুহূর্তটি বড়ো দামী ছিল ছোটবেলায়:আকাশে সাদা মেঘের ভেলা ছিল,
বাতাসে হালকা শীতলতা ছিল, চারিদিকে খুশির আমেজ ছিল আর ছিল নতুন গন্ধ মাখা স্বপ্ন।
কৈশোরে ফেরা যায় না জানি, কিন্তু আবার একবার,অন্তত একবার ,সেই অনুভূতি'গুলোতে ফিরতে চাই।।