# # এগিয়ে চলো # # / (অনুরাধা চক্রবর্ত্তী )
সবাই মিলে প্রতিটি দিন খুব ভালো থেকো,
যারা ঘুমায় ঘুমাক ওরা , নীরবতা রেখো ।
তুমি শুধু এগিয়ে চলো , নিজের মতো করে,
বারবার ডেকো না ওদের,যারা রইলো অন্ধকারে।
অনেক কথাই বলবে তোমায় ,এদিক ওদিক লোক
তোমার পথের চিহ্নটাতে ,পড়বে সবার চোখ ।
তুমি শুধু এগিয়ে চলো ,জয়ের নেশায় মেতে ,
বন্ধু শত্রু সবই পাবে , এই পথেতে যেতে ।
এগিয়ে চলো !এগিয়ে চলো !শুধু সামনে চলো _
সবাই মিলে জিততে হবে ,এটাই শুধু বলো।
তুমি আমি এগোই যদি, সমাজ এগিয়ে যাবে ,
এগিয়ে চলার মধুর স্মৃতি ,সবার মনে রবে।