ডুয়েট ছবি/অনুরাধা চক্রবর্ত্তী।
তোমার আমার একটা ছবি হৃদয় মাঝে আছে,
যত্ন করে লুকিয়ে রাখি কেউ টের পেয়ে যায় পাছে।
তোমার জন্য ভালোবাসা আছে হৃদয় মাঝে জমা,
এটাও আছে লুকিয়ে রাখা,প্রেম প্রকাশ পেলে কেউ করে না ক্ষমা।
তোমার আমার একটা জীবন হলো না তাই শুরু,
লুকিয়ে লুকিয়ে মরেই গেল,কোথায় লাভ গুরু?
সময় এখন কারোরই নেই, সময় বড্ড দামি ,
ইঁদুর দৌড় ছুটছে সবাই হতে চাইছে নামি।
সূর্য ওঠে সূর্য ডোবে, দিন চলে যায় রোজ,
তুমি আমি কেমন আছি ,কে কার রাখি খোঁজ?
এমনি করেই জীবন ফুরায় হয়তো ছুটে ছুটে,
হৃদয় বন্ধ ভালোবাসা মরছে মাথা খুঁটে।
তোমার বুকেও আমার ছবি, সত্যিই আছে নাকি?
হাজার কাজের ব্যস্ততা'তে, এই কথাটি জানা রইল বাকি।