দিনের শেষে/অনুরাধা চক্রবর্ত্তী।
অনেকটা কাজ হয়তো হয়নি সারা,
অনেকটা কাজ গেলাম হয়তো করে,
কেন এত তর্ক করো প্রিয় ?
একদিন তো সবাই যাব মরে।
সেদিন হয়তো সকাল থেকে মেঘ,
কিংবা সেদিন রোদ করবে খেলা,
সেদিনও হয়তো সঞ্চয়িতা খুলে
ভাববো তোমায় আমি সারাবেলা।
দিনের শেষে সন্ধ্যা তারা উঠবে তখন ফুটে,
একটু পরেই শহর যখন জ্যোত্স্না মগন হবে,
জানলা দিয়ে চাঁদের আলো তখন আমার ঘরে,
এসে দেখো ঘুমিয়ে আছি, হয়তো গেছি মরে।