# ধূলো মাখামাখি # /অনুরাধা চক্রবর্ত্তী।
তোমরা অনেক ছুঁড়েছো ধূলো,
চোখে সানগ্লাস, কানে দিয়েছি তুলো;
সব জেনে শত্রুর কথা শোনো চ্যাটে ,
নোংরার গন্ধ কি, ভালো লাগে ভ্যাটে ?
কেনো তবে অকারণ, এই গান গাওয়া?
জানলা দিয়েছি খুলে, নেই কোনো হাওয়া।
মিথ্যার স্তূপ গড়ে, আর কতকাল _
ফল পাবে দোষীরা, বলেছিলে গতকাল।
তোমাদের নীরবতা , অনেক শেখালো,
তোমাদের চুপ থাকা, অনেক বোঝালো।
তাই আমিও শিখলাম,হাতে তুলি ধূলো ,
পালিয়েতো লাভ নেই, চোখে পরো সানগ্লাস, কানে দাও তুলো।।