ধর্ষিতার প্রার্থনা /অনুরাধা চক্রবর্ত্তী।

মোমবাতি জেলে আর কতকাল পথ হাটি?
তার চেয়ে ভালো নিজের হাতেই নিজের শিরটা কাটি।
সেই ভালো হবে, মরবনা মোরা, ধর্ষিতা হয়ে লাজে,
অত্যাচারের এই বেদনা,নারীর হৃদয়ে বাজে।

অনেকটা পথ হেঁটেছি আমরা মোমবাতি জ্বেলে হাতে,
তবুও হয়নি, কোনো প্রতিকার,আজও নারী ভীত রাতে।
শেষ করে দাও, নারীদের প্রাণ, ধর্ষক বেঁচে থাক,
তবু বেঁচে থাক, পচা সভ্যতা, হবোনা’কো হতবাক।

পরজন্মে পুরুষ হবো, এই হোক প্রার্থনা,
সইবোনা আর ধর্ষণ ও অকাল মৃত্যুর যন্ত্রণা।