# ধর্মের হামাগুড়ি #(অনুরাধা চক্রবর্ত্তী।)
আমি ধর্মের কবিতা লিখি ও বলি,
আমি সুযোগ পেলেই ধর্মের ময়দা চটকে বেলি।
আমি চোখ বুজে থাকি,মাঝে মাঝে খুলি চোখ,
ধর্মের নামে বিভেদ ছড়ানোই আমার ভীষন ঝোঁক।।
ভীষন ভয় পাই মঞ্চ, সেখান ঘাপটি মারি,
বেছে বেছে কিছু গ্রপে এসে এসব বলতে পারি।
ধর্মের নামে সুরসুড়ি ওঠে, পিটুইটারির ক্ষরণ,
অন্যের অনুভূতি অপমান করি এটাই আমার ধরণ।।
সাথী জুটে যায়, তাঁরাই চেঁচায়, আমিতো মুখোশ ধারী,
শর্টকাট করে মহান হতে, ধর্মের মুন্ডু কাটতে পারি।
আজ বড়দিন, যীশু কে ভূলে, ধর্মের সুরসুড়ি,
কিছুই হলোনা, মানবতা ভুলে, তাই দিচ্ছি ধর্মের হামাগুড়ি।।