দেহ/অনুরাধা চক্রবর্ত্তী।
তোমাকে চাইছে মন, তোমাকে চাইছে দেহ
এই যে গোপন কথা বলবার নেই কেহ। ।
তোমার কথা, তীক্ষ্ণ, জটিল বড়ো,
তোমার কথায় কষ্ট বেদনা দুখ,
পালাতে গিয়েও থমকে দাঁড়াই,
তোমার সঙ্গেতে পাই অনন্ত সুখ।
সব অনুভূতি হৃদয়ে তে রাখি,
বড়ো সুন্দর সবুজ প্রকৃতি , রঙিন পাখি।
বেদনা সরিয়ে খুশিতেই ভাসি
মনের আকাশে সুখ রাশি রাশি
তোমাকে চাইছে একটি মন, তোমাকে চাইছে কেহ,
তুমি তো জানো না সে কথা,জানেনা তোমার দেহ।