#  ডাকছে পথ # অনুরাধা চক্রবর্ত্তী)

প্রথম শীতের এক্ নির্জন ভোরে,
বাতাস যখন শীতল হবেনা ভারী,
তুমি আমি দিতেই পারি পাড়ি,
চলতেই পারি, দুজন হাত টা ধরে।

চলতে চলতে দেখবো অনেক কিছু,
ভোরের পাখিরা গাইবে সবে গান,
মন জুড়াবে, শুনলে সেই তান।
বাতাস বইবে গাছের পাতার মাঝে,
শন শন ধ্বনি, সবার বুকেই বাজে,
হারিয়ে যাব অনেক দূরে,দেখবো না আর পিছু ।

দুপুর বেলায় গাছের তলায়, একটু বসবো আমি,
তুমি তখন একলা এগিয়ে চলো,
আপন মনে অনেক কথা বলো।
আকাশ আমায় সুর যোগাবে কতো,
কুন্দ-টগর নরম হাওয়ায় দুলবে ডালে শত।
অনেকটা পথ একলা গিয়ে, তুমি বলবে, থামি।

টিলার পিছে সূর্য অস্ত গেল,
ঘন আঁধার হয়নি তেমন মোটে
মন্দির দ্বারে বাসস্থানও জোটে।
আবার একটা ভোর চলে এলো পথে,
হাল্কা কুয়াশা সরিয়ে, সূর্য তখন রথে;
পথ ডাকছে, আবার এগিয়ে চলো।