সেদিন
বটের ঝুঁরির ভিতর দিয়ে যখন সন্ধ্যা নামলো নদীর কূলে _ /
তখনও তোমার হাতে আমার হাত;
একসাথে পথ চলবো দুজন দুজনকে ভালোবাসবো
কতোকথা,কতোগল্প, দুজন থাকবো একসাথ।
আর একদিন,
যখন দোল পূর্ণিমার চাঁদ লুটিয়ে পড়েছিল আমার শরীরে তখন/
ছাদের টব থেকে, গোলাপ এলো আমার চুলে;/
সেদিনও ছিলাম অনেক নিবিড় গভীর প্রেমে আকুল তখন দুটি শরীর,/
হঠাৎ করেই ফোনের আওয়াজ, তুমি যেনো উঠলে দুলে।/
আর একদিন,
কেওড়াতলায়, বাবার চুল্লী নিভূ নিভু তুমি এলে ঘর্মাক্ত, আমার কান্না মায়ের বুকে। /
আমার মাথায় হাত ছোঁয়ালে , বললে "পাগলী কাঁদিস না"! /
"আমি আছি সারাজীবন, এই কথাটি ভুলিস না।"
সবাই বলে এমন কথা, কেউ কারোনয়, এই জাগতে; /
এই কথাটি মেনে নিলেই দুঃখটা কম _ /
ভেবে দেখো, এই কথাটির আছে দম।।
(২০ ডিসেম্বর/২০২১/কলকাতা)