চুরির পাঁচালি #
শুনো শুনো কবিগণ শুনো দিয়া মন,
কবি চোরের গুনো কীর্তি করিবো বর্ণন।
মস্ত বড়ো কবি তিনি, সাহিত্য সভা মাঝে,
দিকে দিকে তাঁর নামে, জয়ধ্বনি বাজে।
মহাশয়ার নাম হলো………নন্দী,
করজোড়ে তাঁর নাম এসো মোরা বন্দি।
একদিন ফেসবুকেতে দিলেন দরশন,
কবি শঙ্খ শুভ্র হেরি তাঁরে পুলকিত হন।
অতঃপর আশীর্বাদ পেলো শুভ্র শঙ্খ,
বন্ধুত্ব হলো দুজনার, বাজলো জয় ডংক।
এরপর কি হইলো, অতি চমৎকার,
দেবীর কাহিনী যাতে হইলো প্রচার।
কবিতা লিখে কবি শঙ্খ ওয়াল তে ছাড়ে,
দেবী আসে, দেখে শুনে কবিতা গুলি ঝাড়ে।
এতো কৃপা দেখে শঙ্খ দুঃখিত মনে,
ফেসবুক ছেড়ে ভাবলেন চলিবেন বনে।
বিধির হাতেতে মোরা, সকলেই বাঁধা,
সেইক্ষণে প্রতিবাদী কলম হাতে, বসেন অনুরাধা।
দেবী নমি তব পায়, ক্ষমা করে দাও,
নিজে লেখো, চুরি করে কিবা লাভ পাও?
চুরি চুরি বলো সবে, যত বন্ধুগন!
চুরি মাতার উপাখ্যান করিলাম বর্ণন।।