চামচ বনাম চুমু/অনুরাধা চক্রবর্ত্তী।

তুমি যদি আমায় বলো আমিও বলতে পারি
তোমার ছোয়ায় ক্রাশ খেয়েছি প্রেমেও পড়তে পারি।
কই তুমি পাশে হাঁটলে? কই করলে আড়ি?
মরার মতো সম্পর্ক, তাই রইলাম নিজের বাড়ি।

একটা দুটো তিনটে ছবি জীবন রঙে রাঙা,
বাকি সব বিবর্ণ রঙ ,কেমন যেন ভাঙ্গা।
গাছের তলায় কই হেঁটেছো আমায় নিয়ে পাশে?
হয়তো তুমি ভয়েই শীটাও কে আছে কোন পাশে।

ভরা বাদল কই মেখেছো, আমার সাথে গায়ে,
কই চলেছ শীতের বেলা, দুজন পায়ে পায়ে?
ভালোবাসা ভীষণ রঙিন সবুজ মনের মত,
তোমার মন’ও রঙিন হতো ,যদি ভালোবাসা হত।

কই ধরেছ আমার দুহাত শক্ত করে জোরে,
যখন আমি ভয়ে কাঁপি,যেন না যাই পড়ে।
কই পেয়েছে আমার দু’ঠোঁট তোমার ঠোটের চাপ,
কর্তব্য দায়িত্ব মানো ,ভালোবাসাকে করো মাপ।

ভালোবাসার ভীষণ আলো, ভালোবাসা দামী,
ভালোবাসায় পুরুষই তাই , হৃদয় ঘরে নামী।
ভালোবাসা হলো শুধু ঝগড়া-মান-অভিমানের কারবার;
ভালোবাসায় কেবল চামচ তো নয়, চুমুও চাই বারবার।।