ফুলের ভিতরে বিষাক্তকিট, আলোর ভিতরে কালো,
ভালোবাসা ভেবে, যারে ছুঁয়েছিলে, সেও হবেনাকো ভালো।
তবু হেঁটে যাওয়া, জীবনের পথে, পারহয়ে প্রতিদিন,
দেখছো অনেক ফুলের বাহার, দৃষ্টি হচ্ছে ক্ষীণ।
ছোটো ছোটো ফুল, ঝরে আছে নীচে, ওরা বড়ো অসহায়,
কাছে ডেকে নাও, কোলে তুলে নিয়ে, হওনা ওদের সহায়।
সমাজের ঐ মানুষগুলো বেঁচে আছে এই আশায়,
ভালোবাসা পাবে আমাদের থেকে, খুশি প্রকাশিবে ভাষায়।
কতো বেদনায়, মূক ও বধির, হয়ে আছে ওরা জানো??
ওদেরকে দেওয়া স্নেহ ভালোবাসা, সমাজেরই দায় মেনো।
যাঁরা অবিরাম, ওদের পাশে রয়েছেন, হয়েছেন প্রিয়জন,
চলো পাশেথেকে ওদের বলি, আমরাও আছি সর্বক্ষণ।
জনমের পরে মরণের দেশে, চলে যাবার আগে ,
তোমার কর্ম বাঁচিয়ে রাখবে, তুমি অমর হবে ত্যাগে।।
(আগরতলা থেকে কলকাতা যাবার পথে ট্রেন এ লেখা, বিশ্বজিত বাবুর আশ্রম এর ঐ ছোট ছোট মুখ গুলিকে মনে করে/১৮ আগস্ট/২০২৩।)