চড়ুই পাখি চড়ুই পাখি করছো কেন ছুটাছুটি?
একটু এসো কাছে।
এফুল ওফুল ঘুরেই ফেরো এঘর ওঘর বাসা করো
আসছো নাতো কাছে
সকাল থেকে সন্ধ্যা নামে। ঘুরছ কেবল ডাইনে বাঁয়ে
বাসা তোমার নেইতো কোনো গাছে ?
শীত গ্রীষ্ম বর্ষা থাকো। কিচির মিচির করেই ডাকো
বন্ধু পাখি, থাকো ঘরের কাছে।।