অকারন মিছি মিছি করেযাস নাচানাচি,
ওরে বুলবুল।
ছোট্ট শরীর তোর পাতলা তুলার ডানা
করে তুলতুল্ ।
ঘর নেই কোথাও কি? চলেযস তাই খালি
এফুল ওফুল ।
কাঠবিরালির সাথে ভাব কর আজ থেকে,
হবে মিলজুল।
নরম শরীর তোর মাথায় ছোট্ট ঝুঁটি
যেনো বনফুল।
পালাসনা, থাক কাছে শিসে তোর মধু আছে,
ঝুঁটি বুলবুল।।
(১৯/৩/৯৪/বসিরহাট।)