কাল সারাদিন বৃষ্টি মেখেছি গায়ে ;    
  ঘরে ফিরেছি সন্ধায় পায়ে পায়ে।
লজ্জা ছিলোনা, বৃষ্টি মাখতে মনে _ /
এবার ভাবছি ভিজবো তোমার সনে।
এখন ভাবছি রেলেরকামরা নয়  :
তোমার সাথে আধারেও নেই ভয়।
এবার হয়তো পায়ে পায়ে পথ চলা _
হয়তো এবার শুরু হবে কথা বলা  ।
এই জীবনে  আনেক গল্প শেখা _
সবার শেষে তোমার আমার দেখা।।
  
(3rd August/2015,saltlake)