সবাই বলে, মানবজন্ম শ্রেষ্ঠ জন্ম, মানুষ ভীষন দামী
দামী কিনা বলতে গেলে, একটু তর্কে নামি ।
মানুষ নাকি সামাজিক-জীব, মানুষ সবাই ভালো: এই কথাটি মানতে গিয়েই, মনটা হলো কালো ।
যখন পথেরধারে পড়ে থাকে, বিপন্ন এক মানুষ _
সমাজবদ্ধ মানুষ তখন সরে যায়, হয়ে ফানুস ।
ছবি তুলে ফেসবুক এ দেয়, দেয়না মুখে জল ,
সমাজবদ্ধ হয়ে বলো, কি হলো তার ফল ?
সমাজবদ্ধ হওয়া মানে, পালিয়ে যাওয়া নয় _
ভালোবেসে পাশে থাকো, রইবেনাকো ভয় ।
মানব- জনম শ্রেষ্ঠ জনম করোনা এর ক্ষয় _
পাশে থাকো, ভালোবেসো, হবে মানব- জাতির জয়।।