বন্ধু চাই পাখির মতো/। (অনুরাধা চক্রবর্ত্তী)
কবিতার ডানায় ভেসে উড়েছি অনেকবার,
ভোরের আকাশে কোনো পাহাড়ের কোলে,
আবার কখনো নীল সাগরের জলে,
কখনো ভেসেছি, বটবৃক্ষের তলে।
তোমার আকাশ ডাকছে ইশারায়,
মিষ্টি মধুর পাখির ডাকের মতো,
শান্ত শীতল ভোরের শিশির হয়ে,
ভাবছি ভাসবো জলীয় বাতাস বয়ে।
তুমি হয়ে থেকো বন্ধু চড়ুই পাখি,
দূরে সরে গেলে, ভাববো পরিযায়ী,
বন্ধুর আকাশ হয়না মেঘে কালো,
পরিযায়ী নয়, চড়ুই হলেই ভালো।