ব্লাক টি এর তেষ্টা, বাড়াচ্ছে চায়ের রেশটা _
কখন পাবো তোমায় ব্লাক টি ?
আমি চলেছি ট্রেনে, তবুও তুমি রয়েছ ব্রেনে
আমার প্রিয় তুমি ব্লাক টি ।।
দূধ - চা খেয়ে যারা, হকারকে দিলো সাড়া:
তারা তোমায় ভুলে গেলো ব্ল্যাক টি।
আরে এইতো এলে তুমি: তোমার কাপে দিলাম চুমি
তুমিই আমার প্রিয় ব্ল্যাক টি।।