আমার হৃদয় থেকে প্রকাশ হওয়া
       শত শব্দের  দল,
আজ এসেছে এই আসরে
       করতে কোলাহল।
আজ বিশ্ব কবিতা দিবস
       আজ কবিদের দিন,
শুধু কবি নয়, সকলের আছে,
       কবিতার কাছে ঋণ।

কবির ঠোঁটের অনেক ভাষা
কবিতা হয়েই ঝরুক,
কবিতা না’হয় অস্ত্র হয়ে,
সু'ভাবনার সমাজ গড়ুক
প্রকৃতির ছবি সমাজের ছবি
সব কবিতায় আসে,
গোটা বিশ্বই অক্ষর হয়ে
যেন কবিতার মাঝে ভাসে।

কবিতার পায়ে সবুজ দূর্বা দল,
কবিতার পায়ে সাগরের নীল জল;
কবিতার কাছে স্তব্ধ টর্নেডো,
কবিতার স্রোতে থামলো কোলাহল।
কবিতার পায়ে নুড়ি বিছানো পথ,
আর শত লাল-গোলাপ  পড়ে আছে;
চাঁদ চেয়ে থাকে শুধু কবিতার পানে
কবিতার তরে থেমেছে, সময়- রথ!