রবির আলো/অনুরাধা চক্রবর্ত্তী।
সুখের দিনে রবীন্দ্রনাথ!
দুঃখের ঘরে বাতি,
রবীন্দ্রনাথ তোমার জন্য ,
এই হৃদয়ে শত-আসন পাতি
রবীন্দ্রনাথ সঞ্চয়িতায়,
গীতবিতান এর গান,
রবীন্দ্রনাথ বুকের ভিতর
সব বাঙালির মান।
রবীন্দ্রনাথের হঠাৎ দেখা
রেল গাড়ির মাঝে,
জীবন খাতার দুঃখগুলো
সকাল কিংবা সাঁঝে।
এমনি করেই জীবন জুড়ে
তুমি প্রাণের ঠাকুর রবি:
তোমায় ছাড়া এই জীবনের
অধরা আর বিবর্ণ সব ছবি।
মূর্তি তো নয়, রবীন্দ্রনাথ!
তুমি হৃদয় মাঝে থাকো,
সব ধর্মের মানুষকে তাই
সম্প্রীতি আর মানবতায় রাখো।
একলা পথের সাথী তুমি,
যদি কেউ না আসে সাথে;
কেউ কথা না বললেও
তুমি ডাক দিয়েছো পথে।
তোমার গানে পাড়ি দিলাম
মন্ত্র হবে ,আগুন জ্বালো,
পথের আঁধার কেটে যাবে,
সাথী শুধু বিশ্ব রবির আলো।।