বিশ্ব প্রেমের আলো/অনুরাধা চক্রবর্ত্তী।

একটা-প্রেম, তিনটে-প্রেম অনেক প্রেমের মানে,
তুমি আমি কেউ জানিনা লাভ গুরু জানে।
হৃদয় ভরা ভালোবাসা উজাড় করে দেওয়া,
সুখে দুঃখে সব’কালেতে হৃদয় মাঝে নেওয়া,
এমন যদি প্রেম হয়, তো কোন মানা নাই ,
ভালোবাসায় পুষ্ট হৃদয় যেদিক পানে চাই।

স্বার্থ হিংসা ইগোর লড়াই প্রেমে আনে নাশ,
তুমি আমি কেউ জানিনা,হয়তো তাতেই মানবতার বিনাশ ।
থাকবো না কেউ চিরদিন সবাই ফুরিয়ে যাবে,
এত ঝগড়া স্বার্থ ইগোর লড়াই কি আর বল পাবে?
তার চেয়ে চলো ছড়িয়ে দাও বিশ্বে প্রেমের আলো,
তাতেই বাঁচবে মানবতা সবার হবে ভালো।
সর্বশক্তিমান সৃষ্টিকর্তা থাকুন সবার সহায়,
পৃথিবী ভরুক ভালবাসায় হৃদয় প্রেমময়।