কেনো এতো বিষন্ন, কেনো তুমি বিষাদ মাখা হে কবি ! /
কাজের শেষে, ঘরে এসে, লিখতে না'হয় একটু খুশির ছবি।/
স্বপ্নমাখা, রঙিন ছবি, যেমন ছবি সবাই চায় _
অনেক হাসি, অনেক আলো, এমন খুশী ক'জন পায়?/
অনেক বুকের অন্তঃপুরে, অনেক দুঃখ জমা থাকে _
লুকিয়ে রেখে কষ্টগুলো, তারাও হাসে, কাছে ডাকে।
দুঃখ সেতো সবার থাকে, নয়তো খুশী অর্থছাড়া _
আলোর শেষে আঁধার যেমন, অনেক কালো শশীহারা।/
কবি! এসো, এমনি করেই,সরিয়ে দিয়ে দুঃখ যতো
হাসবে তুমি সবারমতো, হাসবে জগৎ তোমার মতো।/
ভালোথেকো, ভালোরেখো,তোমার লেখার জাদু দিয়ে _ /
আসল ম্যাজিক এটাই হবে, খুশী হও এই টনিক নিয়ে।।/
( 26/8/2022/কলকাতা )