বিজয়িনী নারী / অনুরাধা চক্রবর্ত্তী।
বিধাতার বরে আমরা হয়েছি বিশ্ব জননী নারী,
বয়ে নিয়ে চলি হাজার বোঝা তবুও কি না পারি ?
দুর্গা রূপে আমরাই যেনো ,করেছি অসুর বধ,
প্রাণ জন্মায় এই গর্ভই , সে ঋণ কেমনে করবে শোধ ।
পুরুষ জন্মে এই গর্ভেই, সেই পুরুষই মোদের পিতা,
পুরুষ দ্বারাই অত্যাচারিত যুগে যুগে হয় সীতা।
আমরা গড়েছি অতি মমতায় সুন্দর সংসার,
যুগে যুগে তবু পুরুষই করেছে আমাদেরই সংহার।
তাই বলি নারী মুছে ফেলো টিপ, খোল কবরীর বন্ধন,
কেন বল শিখি সিঁদুরে রাঙানো, কেন এই ক্রন্দন?
জিতে নাও তুমি, সকল দাবি নিজ অধিকার বলে,
যুগে যুগে তুমি বিজয়িনী নারী, তোমাতে বিশ্ব চলে।
রনং দেহি মূর্তি ধরে করো সকল অসুর নাশ,
শত্রু যদি সামনে আসে করবে তাদের বিনাশ।
এগিয়ে চলো জীবন যুদ্ধে নারী সবই পারি
মনে রেখো শুধু ,যুগে-যুগে ছিলে, তুমি বিজয়িনী নারী।।