বিদায় অভিশাপ #
বুকের ওপর পাষাণ রেখে বিদায় দিলাম তাকে,
ফিরবো’না আর পিছন পানে, যদিও সে ডাকে।
অনেকগুলো মুহুর্ত আর, অনেকগুলো দিন,
কাটিয়েছিলাম তোমার সাথে, স্বপ্নে রঙিন।
সেদিন তুমি বলেছিলে, তুমি বড়ো একা,
আজকে পেলাম তোমার পাশে, অনেক সাথীর দেখা।
বিদায় নেওয়া কালের বিধি, বিদায় দেওয়া রীতি,
তাই তোমায় বিদায় দিলাম, নেই কোনো ক্ষতি।
কচ যেমন বিদায় বেলায়, এলো দেবযানীর পাশে,
ভালোবাসাতেও বিদায় হয়, অশ্রুতে চোখ ভাসে।
একটি ফারাক রইলো কেবল, শ্রোতা কোরে দেবে মাপ,
বিদায় ক্ষণে, দিলামনা, তোমায় বিদায় অভিশাপ।।