# বিচারক কবিতা #(অনুরাধা চক্রবর্ত্তী)
কবিতারা আসে যায় করে শুধু কানাকানি,
বৃষ্টি’ও কথা কয় ,বাতাস কে টানাটানি।
মেঘ বড় অভিমানী দূর থেকে শুধু দেখে,
পায়না সে ভূমি ছুঁতে বৃষ্টিকে দেখে শেখে।
এইভাবে বয়ে চলে পৃথিবীর রোজ নামতা,
স্মৃতিগুলো এলোমেলো থাকে না তো সমতা।
কবিতারা সব দেখে মূক হয়ে চুপচাপ,
ডানা মেলে মেঘ ওড়ে নেই কোন লুকছাপ।
পৃথিবীর সব কথা, কবিতার কাছে জমা।
করেনি’কো কবিতা, মিথ্যেরে কভু ক্ষমা।