আমার মনের স্বপ্নগুলো মাথার ঘিলু কুরে কুরে খায়,
বাস্তবের রক্তমাখা মানুষগুলো, কেনো মিথ্যার স্বর্গ সাজায়? /
আমার রাতজাগা স্বপ্ন গুলোকে, বদলে দিলো দিনের আলো/
এই পৃথিবীতে সততার ভবিষ্যত শুধুই কালো। ।
নির্জন রাতে, তাই শুধু আসে, সৎ চিন্তার ভিড় _
দিনের আলোতে ওসব চিন্তা, খেয়ে যায় শুধু চিড় ।
আমার স্বপ্ন খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে চলে আজও যেনো _ /
অসত্য নয়, শেষে সততাই জয়ী, এই ফর্মুলাটাই মেনো ।।
( ৪ মার্চ / ২০১৫/সল্টলেক।)