# ভালো থেকো # /( অনুরাধা চক্রবর্ত্তী)

ভালবাসার রঙে রঙ্গিন, হয়তো তখন মন,
ভালবাসা দিন মানেনা, বোঝেনা’তো ক্ষণ।

অনেক স্মৃতি দূরে সরে, আসে নতুন ঢেউ,
সেই ধারা তে কাছে আসে, হয়তো নতুন কেউ।

মাঝে মাঝেই এমনি খুশি ভরুক তোমার প্রানে,
সাগর, পাহাড়, এই প্রকৃতি, যেনো তোমায় বুকে টানে।।
মনের ভিতর সজীবতা এমনই বাঁচিয়ে রেখো,
হেঁসে খেলে সারাজীবন, খুব ভালো থেকো।।

(১২/৫/২৪)