# বর্ষা রানি #(অনুরাধা চক্রবর্ত্তী)
গরম হাওয়া , বইছে লু,
পাচ্ছেনা কেউ বৃষ্টির ক্লু।
আসুক না জোরে ঝড়,
বাজ পড়ুক না কড় কড়।
এসো তুমি অগ্রিম বর্ষা,
আসবে শীতলতা, আছে ভরসা।
তোমার ছোঁয়ায় বাঁচবে প্রাণ,
মন আবার আনচান ,
কবে আসছো জানিয়ে যেও,
বাতাসের সুরে চিঠি দিও।
রিমঝিম গান শুনিয়ে এসো,
পৃথিবী তে জল ঝরিয়ে ভেসো।
এই পৃথিবীর সকল গ্লানি,
মুছে দাও তুমি বর্ষা - রানি।।