বর্ষা ও একলা আমি/অনুরাধা চক্রবর্ত্তী।

একদিন আমি একা, সাথে বর্ষা মাখা একটি দিন ,
গাছের পাতা বৃষ্টি ভেজা, বাজবে বৃষ্টির বীণ।
দিন শুরুতেই, সন্ধ্যা যেনো, চারধার করে ধূ ধূ  _
দূরের মাঠে জল জমেছে, ভেক ডাকছে শুধু।


বর্ষা দেখেই দুপুর হল, এবার এলো পেটের জ্বালা,
ইলিশ মাছ ভাজা দিয়ে গরম খিচুড়ি খাবার পালা।
এবার নিলাম খেরোর খাতা, কবিতা লেখা শুরু,
বাজ পড়লো পুকুর ধারে, বুকটা করছে দুরু দুরু।

বিকেল বেলায় ভেজা কাক, উড়ল ভেজা ডানা,
সারাদিন বৃষ্টি মাখে, উড়ে উড়ে,কেউ করেনি মানা।
একটু পরে সন্ধ্যা যখন, দূরের মাঠে  শেয়াল,
এই বর্ষায় মনের মাঝে, আর রেখোনা দেওয়াল।