বড়ো দরকার/অনুরাধা চক্রবর্ত্তী।

তেলচিটে ময়লা,আর চ্যাট চেটে  কাদা বড্ড নাছোড়বান্দা;
গায়ে পায়ে যেখানেই লাগুক, কিছুতেই উঠতে চায় না।
ছোটবেলায় মা কে দেখেছি তেলচিটে ময়লা দূর করতে,  জামা কাপড় কাচতেন ফুটন্ত গরম জলে।
আমি চ্যাট-চেটে কাদা  মাড়িয়ে স্কুল থেকে বাড়ি ফিরেছিলাম : আমার পাও সাফ হয়েছিল গরম জল দিয়ে।
বেশ গরম ছিল সেই জল, ছোবড়া দিয়ে মা  ডলে দিয়েছিল, বেশ জ্বালা করছিল পা’গুলো, হয়তো একটু বেশি জোরেই  পা দুটো ডলে দিয়েছিল। বলেছিল আর যেন পায়ে কাদা না লাগে কোনোদিন।

আজকের এই ওয়াশিং মেশিনের যুগে হয়তো এত হ্যাপা নেই,তেলচিটে ময়লা বা চ্যাট-চেটে কাদা তুলতে।
পায়ের কাদা'ও অতি সহজে উঠে যায় পার্লারে ,
পদ্ধতিটির নাম পেডিকিওর; একইভাবে হাতের নোংরা উঠে যেতে পারে, করতে হবে মেনিকিওর;
মানুষের মনের নোংরা ওঠাবার কোন পদ্ধতি কি আছে?মনোবিদ'গণ কোন মেশিন ব্যবহার করেন ?
কলুষিত ঘুন ধরা কাদামাখা সমাজের নোংরা উঠাবার পদ্ধতি আছে কি কোনো? জানা দরকার।
চোখ বন্ধ করে   নির্বাক হয়ে থেকেছি, লাভ হয় না কোন ;

এখন আশঙ্কিত ওই চ্যাটে কাদামাখা সমাজের আমিও তো  একজন, তুমিও আমরা সবাই;
শেষে ওই তেল-চিটে ময়লা আর চ্যাটচেটে কাদা সবার গায়ে আসবে যে!পেডিকিউর ম্যানিকিউরে হবে না।
নতুন পদ্ধতি দরকার বড় দরকার। সমাজের নোংরা তোলার নতুন পদ্ধতি: বড়ো দরকার।