বন্ধ দুয়ার/অনুরাধা চক্রবর্ত্তী।
এই পৃথিবীর যত দরজা আছে বন্ধ
যত মানুষ আইন বিচার হয়ে আছে অন্ধ,
মাগো সকল দরজা খোলো,
অসুরদের বিনাশ বল,
তোমার ভুবনে আসুক শান্তির আলো,
শুভ বুদ্ধি ফিরিয়ে মাগো সকলকে রাখো ভালো।।
আজ দেখেছি তোমার দুয়ার বন্ধ,
জানি মাগো তুমি তো নও অন্ধ।
আর তোমার সিঁড়ি ধুলায় ভরা,
চারিদিকে পাষাণ কারা;
সরু'ক ধুলা কাটুক অন্ধকার,
খুলে যাবে মনের বন্ধ দ্বার।
তোমার ভুবন সাজাও দিয়ে আলো,
সরাও মাগো ! সকল আধার কালো।