তোমরা যারা জোট বেঁধেছো
ভাঙবে আমার মন ,
কেন বল বৃথা চেষ্টা,
বেকার হারছো সারাক্ষণ ।
আজ আকাশে যেই দেখেছি
ছোট্ট মেঘের ভেলা ,
সেই মেঘে'রাই জানিয়ে গেল
অমানুষদের খেলা ।
মাঝে মাঝে বাতাস বলে
বুড়ো হায়না টাকে দেখো,
লোকের খাদ্য দেখলে পরে,
লাফায় মাংস খেকো।
পশুর রাজ্যে পশুই হয়ো,
বাঘিনী মঞ্চে ঘুরছে কাল,
মিথ্যাবাদী বেইমান রাও
দেখেছে হালচাল।
সড়যন্ত্রীর চক্রান্ত নস্যাৎ হলো কাল,
বাকী হিসাব ভীষণ সোজা, হারলো ভীতুর পাল।
হায়না বলে ছাড়বো নাকো, কামড়াবো বাঘিনীর পা,
রক্ত ঝরে অনেক জোরে, তবু সবাই বলে বা বা বা।
ধপের মুকুট পায়ে দলে , বিদায় নিলো বাঘিনী,
খুশির সুরে বাজছে দেখো, আশাবরীর রাগিণী।