ব্যবধান / অনুরাধা চক্রবর্ত্তী
আমাদের জীবনের গতিপথে, দূরত্ব
এবং ব্যবধান শব্দটির বড় গভীর অর্থ।
ভাষায় প্রকাশ করে সেটা বোঝালে,
অনেক জটিল অর্থ প্রকাশ করে ।
সেদিন বকুলতলা দিয়ে আসবার সময়,
দেখলাম গাছের তলায় বকুল ঝরে আছে,
ঠিক আগেরই মত। তোমার বাড়ি রাস্তাটিও আছে।
যেটা অনুভবের বিষয় সেটি হলো বেড়ে গেছে
তোমার বাড়ির দূরত্ব ; বেড়েছে তোমার আমার ব্যবধান:নেমে এসেছে সম্পর্কের অভেদ্য শীতলতা।
জীবন এমনি ভাবেই হয়তো এগিয়ে চলে,
অন্যদিকে ষাট সত্তর কিলোমিটারের দূরত্ব হয়তো কমে ওঠে অনেক সময়, কমে যায় মনের ব্যবধান।
এক নিমেষে মন ছুটে চলে যেতে চায় দূরের সেই,
কোন এক অচেনা , অদেখা ঘরের অঙ্গনে।
আসলে মনের দূরত্ব কমে গেলে কমে ব্যবধান।