অভয়া - তিলোত্তমা/ অনুরাধা চক্রবর্ত্তী।
বড্ড কষ্ট, বড্ড কষ্ট পেয়ে হলাম আমি শেষ,
ছিল না কোন সম্মান কিংবা ভালোলাগা রেশ।
আমি তো করিনি কোন দোষ ছিল নাকো অন্যায়
পশু হয়ে গিয়ে তোমরা হয়তো, ভুলে গেছো সব ন্যায়।
ভাবিনি’তো আমি শেষ হয়ে যাবো, এভাবে ফুরাবে কাজ,
অত্যাচারের বহর দেখে, তোমরা পেলেনা লাজ??
কাজের শেষে ঘুমিয়ে ছিলাম, মৃত্যু ঘুমের মাঝেই,
তোমরা ষড়যন্ত্রের বীজ বুনেছো, নিত্য সকাল সাঁঝে।
দুর্নীতি আর শয়তানির তোমরা করছো কারবার,
এই শয়তানি ভেঙে চুরে দিতে,ফিরবো যে শতবার।
বার বার আমি সামনে দাঁড়াবো তোদের বিবেক হয়ে,
তোরা শেষ হবি, অভয়া-তিলোত্তমা চিরকাল যাবে রয়ে।