অরুণ আলোয় ছড়িয়ে আছো কবি/ অনুরাধা চক্রবর্ত্তী।
দেখা হয়েছিল অনেকটা আগে, বোধহয় বছর পাঁচ,
তুমি যে হবে প্রাণের কবি তখন পাইনি আঁচ।
জয় গুরু বলে আশীষ দিয়েছো পদধূলি নিলে পরে,
প্রশ্ন করেছ নিজের মতন, কে কেমন আছে ঘরে ।
কাঁধের ঝোলাটা ভরা থাকতো লজেন্স চকলেটে,
প্রথম দেখাতে সেটাও জেনেছি শিবানন্দের গেটে।
এরপর থেকে কতবার দেখা, কতবার কতো কথা,
মঞ্চ কাঁপাতে ঝলমলে সাজে, ভুলিয়ে দিয়েছো ব্যথা।
গুসকুরা মাঠে কামদুঘার ছিল কবিতার আসর,
তোমার বাণীতে সেটা হয়েছিল সাহিত্যের ভরা বাসর।
মুগ্ধ চোখে তোমায় দেখেছি, শুনেছি তোমার বাণী,
রবির কিরণে তুমি যে অরুণ, তাই মন্ত্র তোমার ধ্বনি।
লাল পাহাড়ির দেশেই হারাই বার বার আমি শুধু,
যেখানে কেবল পলাশ ফোটে রাঙামাটি করে ধুধু।
অর্থের মোহ দু'পায়ে মাড়িয়ে এগিয়ে'ছো তুমি লেখায়,
তোমারই জীবনী নীতির মত আমাদেরও যেন শেখায় :
অর্থ নয়, শান্তি শুধু ভালবাসা'ময়,মানুষের মাঝে আছে,
তাই সকলে'রে টেনে নিয়েছিলে তুমি আপনার কাছে।
ছোট্টবেলায় মোজা টানাতাম বড়দিনের রাতে ,
ভাবতাম পাব শান্তার দেওয়া উপহার শুভ প্রাতে।
আজ মনে হয় তুমি ছিলে সেই শান্তা ক্লজের মানুষ !
মানুষের মাঝে ছড়িয়ে দিতে ভালবাসার ফানুস।
ভালো থেকো তুমি না ফেরার দেশে, তারা হয়ে থেকো রাতে,
চকলেট-মাখা তোমার আশীষ ছড়ানো অরুন আলোর প্রাতে।।।