# অনুভূতি # / (অনুরাধা চক্রবর্ত্তী)
তোমার শরীর আমার শরীর ছুলো,
আজই হলো এটা প্রথমবার,
এতো আবেগ শরীর আনতে পারে?
অনুভূতি থাক, ভয় নেই হারাবার।
তোমার কণ্ঠ টেলিফোনে ভাসে,
তোমার গলায় আমার সকল কথা,
অবাক হই যখন জানতে পারি,
তোমার বুকেও, আমার মতোই ব্যাথা।
এমনি করেই জীবন বইবে জেনো,
বয়ে যাওয়া’ই এই জীবনের গতি,
এই জীবনে অনেক গল্প থাকে,
শুনলে নাহয়, নেইতো তেমন ক্ষতি।
রাতের ছাদে বাতাস বইছে জোরে
গাছের পাতায়, চাঁদ টাও যায় সরে।
তুমি আমি মুঠো ফোনে ভাসি,
এমনি করেই হৃদয়ের কাছে আসি।।