জানো কি তুমি, আমি ঠিক কেমন?      
বাকী মেয়েরা যেমন হয়, হুবহু তেমন?  
,"আমি কেমন"আমি জানি অল্পসল্প _
খানিকটা আমি ভোরের কবিতা, আর বাকীটা বিশাল একটা গল্প।/
                
কিংবা আমি অনেকটা যেন দিগন্ত! আকাশ আর ভূমির মিলমিশ;/।      
দিগন্ত একটু সতর্ন্ত্র, তাই অনেকেই ভাবে সমুদ্র হলে বেশ হতো _ইসস ইসস!/
হয়তো মাঝে মাঝে আমি পাহাড় ও
কিংবা রঙিন বনফুলের বাহার ও ।    
এভাবেই আমি একটি নারী, অনেক রূপে_
নিয়ে চলেছি জীবনবাতাস দুঃখ সুখে।
এবার আমি ভাদ্রের বৃষ্টি হবো মনের সুখে _
কান্নাগুলো পান্না হবে, তোমার বুকে।
কিংবা হবো তোমার প্রাণের ঝোড়োহাওয়া _
এমনি করেই সফল হবে, জীবনতরী বাওয়া।।


(1st september 2022/কলকাতা)